গাবতলীতে নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সংবর্ধনা প্রদান
গাবতলী(বগুড়া)প্রতিনিধিঃ গত ২৩শে এপ্রিল অনুষ্ঠিতব্য গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান রফি নেওয়াজ খান রনি ,নির্বাচিত ইউপি সদস্য আব্দুল লতিফ লাটিম,এমদাদুল হক,মোস্তাফিজুর রহমান মিঠু,সেকেন্দার আলী,আব্দুল মাণিক,মহিলা মেম্বার আফরোজা বেগম বিউটি,আকতার বানু স্বপনা, ও নাজমা বেগমকে ফুলেল সংবধনা প্রদান করা হয়েছে। রামেশ্বর পুর উত্তরপাড়া সচেতন ভোটারদের আয়োজনে সমাজসেবক রফিকুল ইসলাম সরকারের সভাপতিত্বে গতমঙ্গলবার রাতে সংবধর্না সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবনির্বাচিত চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। তিনি বলেন জনগনে ভোটে আমি আজ নির্বাচিত চেয়ারম্যান তাই জনগনের প্রত্যাশা পুরনের জন্য সর্বদা আমি সচেষ্ট থাকবো । এ জন্য সকল জনগনের সহযোগিতাও চান তিনি। সংবর্ধনা সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, সমাজসেবক রফিকুল ইসলাম,আপেল মাহমুদ,মশিউর রহমান পলাশ,মিনহাজুল ইসলাম,আব্দুল মমিন,শাওন সরকার,আমিনুর ইসলাম,মাহফুজার রহমান প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পাপুল।