গাবতলীতে নামাজঘরের পুকুর ভরাট কাজের উদ্বোধন
গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ গতকাল বগুড়ার গাবতলী পৌরসভার ৯নং ওয়ার্ডে ‘উনচুরখী মধ্যপাড়া ওয়াক্ত নামাজঘরের পুকুর ভরাট (এক বিঘা জমি) কাজের উদ্বোধন করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও মেয়র মোঃ সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আফছার আলী মিজু, গণ্যমান্যের মধ্যে এশরাক আলী খন্দকার, বজলার রহমান, আবু হারেছ, সিরাজুল হক খট্টু, চান মিয়া, কাদের মোলা, জালাল, আঃ রহমান, ভেলু ঘটক, বুদা, রব্বানী, জাহিদুল, শফিকুল, বেলাল, মতি, ফজলু, তারাজুল, শাফিউল, সোহেল প্রমূখ। পুকুর ভরাট কাজের উদ্বোধন শেষে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।