গাবতলীতে নামাজঘরের পুকুর ভরাট কাজের উদ্বোধন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:44 PM, 13 July 2016

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ গতকাল বগুড়ার গাবতলী পৌরসভার ৯নং ওয়ার্ডে ‘উনচুরখী মধ্যপাড়া ওয়াক্ত নামাজঘরের পুকুর ভরাট (এক বিঘা জমি) কাজের উদ্বোধন করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও মেয়র মোঃ সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আফছার আলী মিজু, গণ্যমান্যের মধ্যে এশরাক আলী খন্দকার, বজলার রহমান, আবু হারেছ, সিরাজুল হক খট্টু, চান মিয়া, কাদের মোল­া, জালাল, আঃ রহমান, ভেলু ঘটক, বুদা, রব্বানী, জাহিদুল, শফিকুল, বেলাল, মতি, ফজলু, তারাজুল, শাফিউল, সোহেল প্রমূখ। পুকুর ভরাট কাজের উদ্বোধন শেষে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :