গাবতলীতে বসতবাড়ীর সীমানা নিয়ে বিরোধ মারপিট ভাংচুর \ থানায় অভিযোগ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:43 PM, 15 July 2016

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার গাবতলীতে বসতবাড়ীর সীমানা নিয়ে বেদমভাবে মারপিট, ভাংচুর ও লুটপাট করেছে

প্রতিপক্ষরা। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার নেপালতলী ইউনিয়নের কালুডাঙ্গা ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

একাধিকসূত্র জানায়, উলে­খিত গ্রামের মৃত লাল মিয়া ফকিরের ছেলে রঞ্জু ফকিরের (৫০) সঙ্গে প্রতিবেশী ইউপি সদস্য সাইদুল ফকিরের বসতবাড়ীর সীমানা নিয়ে বিরোধ ছিল। এরই জের ধরে গতকাল ইউপি সদস্য সাইদুল ও তাঁর ভাই পিন্টুর নেতৃত্বে ২০/২৫ জনের একদল সন্ত্রাসী লাঠি, চাকু, লোহার রড, সাবল, রামদা, হাসুয়া ইত্যাদি অস্ত্রেসন্ত্রে সজ্জিত হয়ে রঞ্জু ফকিরের বাড়ীতে হামলা চালায়। হামলাকারীরা এ সময় বাড়ীঘরের জানালা, রান্নাঘর, টয়লেট ও পাইপ ভাংচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষতিসাধন এবং আলমারীর তালা ভেঙে নগদ ৮০হাজার টাকা লুটপাট করে। বাঁধা দিতে এলে সন্ত্রাসীরা রঞ্জু, তাঁর ভাই বজলার রহমান ও চাচাতো ভাই বাবুর আলী ফকিরের ছেলে মুক্তারকে বেদমভাবে মারপিট করে। আহতরা বিভিন্নস্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। থানার এসআই আহসানুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় রঞ্জু ফকির বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ প্রসঙ্গে নেপালতলী ইউপি চেয়ারম্যান লতিফুল বারী মিন্টু বলেন, বিষয়টি মিমাংসার জন্য আগামী শনিবার উভয়পক্ষকে ডাকা হয়েছে।

আপনার মতামত লিখুন :