গাবতলীতে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র্যালী
গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৬ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে এক শিক্ষা র্যালী বের হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও মুহাঃ আহসান হাবিব, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ সাজ্জাদ জাহীদ, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি খাদেমুল হক, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল স্বপন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লায়লা শিরিন, আশরাফ আলী, নগেন্দ্র নাথ, ইতি আরা পারভীন, জিনাত আলম, ইসরাত জাহান, মমতাজ বেগম, আফরোজা সুলতানা, প্রধান শিক্ষক রফিকুল, তোবারক, তাজমিলা বেগম প্রমূখ।