গাবতলীতে বসতবাড়ীর সীমানা নিয়ে বিরোধ মারপিট ভাংচুর \ থানায় অভিযোগ
গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার গাবতলীতে বসতবাড়ীর সীমানা নিয়ে বেদমভাবে মারপিট, ভাংচুর ও লুটপাট করেছে
প্রতিপক্ষরা। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার নেপালতলী ইউনিয়নের কালুডাঙ্গা ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
একাধিকসূত্র জানায়, উলেখিত গ্রামের মৃত লাল মিয়া ফকিরের ছেলে রঞ্জু ফকিরের (৫০) সঙ্গে প্রতিবেশী ইউপি সদস্য সাইদুল ফকিরের বসতবাড়ীর সীমানা নিয়ে বিরোধ ছিল। এরই জের ধরে গতকাল ইউপি সদস্য সাইদুল ও তাঁর ভাই পিন্টুর নেতৃত্বে ২০/২৫ জনের একদল সন্ত্রাসী লাঠি, চাকু, লোহার রড, সাবল, রামদা, হাসুয়া ইত্যাদি অস্ত্রেসন্ত্রে সজ্জিত হয়ে রঞ্জু ফকিরের বাড়ীতে হামলা চালায়। হামলাকারীরা এ সময় বাড়ীঘরের জানালা, রান্নাঘর, টয়লেট ও পাইপ ভাংচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষতিসাধন এবং আলমারীর তালা ভেঙে নগদ ৮০হাজার টাকা লুটপাট করে। বাঁধা দিতে এলে সন্ত্রাসীরা রঞ্জু, তাঁর ভাই বজলার রহমান ও চাচাতো ভাই বাবুর আলী ফকিরের ছেলে মুক্তারকে বেদমভাবে মারপিট করে। আহতরা বিভিন্নস্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। থানার এসআই আহসানুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় রঞ্জু ফকির বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ প্রসঙ্গে নেপালতলী ইউপি চেয়ারম্যান লতিফুল বারী মিন্টু বলেন, বিষয়টি মিমাংসার জন্য আগামী শনিবার উভয়পক্ষকে ডাকা হয়েছে।