গাবতলীর কথিত সাংবাদিক মোজাফ্ফর চাঁদাবাজী মামলায় এখন জেলহাজতে

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:46 PM, 15 July 2016

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া গাবতলীর কথিত সাংবাদিক মোজাফ্ফর রহমান চাঁদাবাজীর এক মামলায় এখন জেল হাজতে। গতকাল বৃহস্পতিবার কথিত ওই সাংবাদিক মোজাফ্ফর রহমান বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জামিন আবেদন করলে শুনানী অন্তে মহামান্য বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।

উলে­খ্য, গত ১০মে বিকেলে বন্ধুত্বের সূত্র ধরে গাবতলীর নাড়–য়ামালা রেলওয়ে ছোট ব্রীজ সংলগ্ন টুকু প্রামানিকের বাড়ীতে বেড়াতে যান পৌর সদরের জয়ভোগা গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে নজরুল ইসলাম (৬২)। সন্ধ্যারাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী কয়েক যুবক হঠাৎ টুকুর বাড়ীতে ঢুকে বৃদ্ধ নজরুলকে মারপিট করে ৫০হাজার টাকার চাঁদার দাবী করে। ওই সময় বাজপাখির মতো ওই বাড়ীতে দ্রুত উড়ে আসে দৈনিক এক পত্রিকার পরিচয়দানকারী কথিত সাংবাদিক মোজাফ্ফর রহমান। কথিত এই সাংবাদিক টুকুর নাতনী পিয়া (১২) ও বৃদ্ধ নজরুলকে ভয়ভীতি দেখিয়ে পাশাপাশি দাড় করিয়ে বেশ কয়েকটি ছবি তোলে এবং পত্রিকায় ছবিসহ মানহানিকর খবর প্রকাশ করার হুমকি দিয়ে ৫০হাজার টাকার চাঁদা দাবী করে। এতে বিষ্মিত হয়ে তীব্রভাবে প্রতিবাদ করেন নজরুলসহ বাড়ীর অন্যান্য লোকজন। তখন কথিত সাংবাদিক মোজাফ্ফরসহ ওই যুবকরা দ্রুত সটকে পড়ে। এ ঘটনায় গত ১৩মে নজরুল ইসলাম বাদী হয়ে রানা, সবুজ, আলামিন ও কথিত সাংবাদিক মোজাফ্ফরকে অভিযুক্ত করে থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করে-যার মামলা নং-৮। উক্ত মামলায় গতকাল বৃহস্পতিবার আদালতে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে মামলায় অভিযুক্ত সবুজ ও কথিত সাংবাদিক মোজাফ্ফরকে জেলহাজতে প্রেরণ করেছেন বলে নিশ্চিত করেছেন গাবতলী কোর্টের জি.আর.ও. (এএসআই) মোর্শেদা খাতুন।

আপনার মতামত লিখুন :