গাবতলীর বামুনিয়া টিনষ্টার স্পোটিং ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরন

গাবতলী(বগুড়া) প্রতিনিধি: গতকাল মঙ্গলবার স্থানীয় মাঠে বগুড়া গাবতলীর বামুনিয়া পূর্বপাড়া টিনষ্টার স্পোটিং ক্লাবের উদ্যোগে অসহায় দুঃস্থ শীতার্থ ব্যাক্তিদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরন করা হয়েছে। ক্লাবের সভাপতি শাহআলমের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরন পূর্ব এক ফুটবল প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন সোনারায় ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ওসম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদ-প্রার্থী মতিয়ার রহমান মতি। প্রধান পৃষ্ঠপোশক সোনার ইউনিয়নের সম্ভাব্য সংরক্ষিত মহিলা মেম্বার পদ-প্রার্থী রোকসানা আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক নাজমা রশিদ,তাওফিকুল ইসলাম, আবু সাঈদ,শাহাদত হোসেন,দুলাল করিম, আনোয়ার হোসেন,যুবদলনেতা ওমর ফারুক,সমাজসেবক আজিজুল হাকিম,দুলাল হোসেন, ক্লাবের সদস্য রাশেদুল ইসলাম,শদিুল ইসলাম,সোহেল রানা প্রমূখ। প্রীতি ম্যাচে বামুনিয়া পূর্বপাড়া টিনষ্টার স্পোটিং ক্লাব বনাম মুছিখালী সেভেন ষ্টার স্পোটিং ক্লাব অংশ গ্রহন করেন।