গাবতলীর বালিয়াদিঘী ইউনিয়নে নির্বাচনী সভা অনুষ্ঠিত
গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে গত বুধবার সন্ধ্যারাতে বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নে স্থানীয় মালিয়ানডাঙ্গা খেলার মাঠে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। আ.লীগ নেতা ডাঃ তোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি এএইচ আজম খান। সভায় বক্তব্য রাখেন বিএমএ বগুড়ার সভাপতি আ.লীগ নেতা ডাঃ মোস্তফা আলম নান্নু, আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইউনুছ আলী ফকির, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, পৌর আ.লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলটন হোসাইন, স্থানীয় আ.লীগ নেতা মোসলেম উদ্দিন, আক্তারুজ্জামান, আঃ রশিদ, সুরুজ্জামান, বাদশা মাষ্টার, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান জুয়েল, যুবলীগ নেতা আলমগীর, লিংকন, রাঙ্গা প্রমূখ।