গাবতলীর বেলতলা হাফেজিয়া মাদ্রাসায় আল কোরআনের ছবক ও ইফতার মাহফিল

গাবতলী (বগুড়া)প্রতিনিধিঃ গতকাল বগুড়ার গাবতলীর বেলতলা জামিয়া রাহমানিয়া আরাবিয়া হাফেজিয়া মাদ্রাসায় আল কোর আনের ছবক, অভিভাবক সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক দানবীর আলহাজ্ব আব্দুস ছামাদের সভাপতিত্বে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাগইল ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা রাফিউল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় অন্যদের মাঝে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন,মাওলানা ফজলুল করিম, মাওলানা এরশাদুল বারী, মাওলানা আব্দুর রাজ্জাক,মাওলানা শাহীনুর রহমান, মাওলানা মুকুল, এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আতাউর রহমান,ইউপি সদস্য সাইফুল ইসলাম, সমাজসেবক আতাউর রহমান, নুর আলম, আনোয়ার হোসেন রানাসহ এলাকার স্থানীয় ধর্মপ্রাণ মুসলীবৃন্দ। শেষে দেশ জাতী ও মুসলীম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পারচালনা করেন মাদ্রাসার নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা রাফিউল ইসলাম।