গাবতলীর ৪টি বিলে পোনামাছ অবমুক্ত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:18 PM, 09 September 2016

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ মৎস্য অধিদপ্তরের আওতায় বগুড়ার গাবতলী উপজেলার ৪টি বিলে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে প্রথমে উপজেলার পেরীরদহ বিলে ১’শ কেজি পোনামাছ অবমুক্ত করেন প্রধান অতিথি বগুড়া সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় উপ-পরিচালকের প্রতিনিধি মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা উদয় এঞ্জেলো রোজারিও, উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুন, ক্ষেত্র সহকারী বোরহান উদ্দিন, ঠিকাদারী প্রতিষ্ঠান ফারাবী পোনা উৎপাদনকারী খামারের প্রোঃ মোস্তফা হাসান মুন পাইকার, পেরী পূর্বপাড়া মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি ওমর ফারুক, সেক্রেটারী আঃ রহিম আকন্দ প্রমূখ। এরপর ওই অতিথিবৃন্দ একে একে উপজেলার কাঁকড়ার বিলে ৮০ কেজি, ভেকুরিয়ার বিলে ১’শ কেজি এবং হামিদপুর বিলে ৫৯কেজি রুই, কাতলা ও মৃগেল পোনামাছ অবমুক্ত করেন।

আপনার মতামত লিখুন :