বগুড়ার ঐতিহ্যবাহী কালিতলা কোরবানীর পশুর হাটে ব্যাপক গরু ছাগলের আমদানী

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:08 PM, 09 September 2016

আবু সাঈদ (বগুড়া) প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বগুড়া শহরের কালিতলা দেড়শত বছরের কোরবানী পশু ক্রয় বিক্রয় বেশ জমে উঠেছে। সরজমিনে বৃহস্পতিবার বিকেলে হাটে গিয়ে দেখা যায় যোগাযোগ ব্যবস্থা ভাল থাকায় দুরের ও কাছের বিক্রেতারা খুব সহজেই তাদের পছšেদও গরু ও ছাগল কিনতে দেখা গেছে। বগুড়া সদরের বারপুর এলাকার এক কৃষক হাটে তার পালিত একটি ষাড় দুই লক্ষ টাকা দাম হাকেন, আর ক্রেতা বগুড়া শহরের বৃন্দাবন পাড়া এলাকা এক চাকুরী জীবি তার দাম করেন দেড় লক্ষ টাকা । এছাড়াও হাটে প্রচুর পরিমান ছোট বড় অনেক ছাগল আমদানী ছিল। এদিকে হাটে ক্রেতা ও বিক্রেতাদের বাড়তি নিরাপত্তা ও রাস্তার যানজট নিরাশনের জন্য পর্যাপ্ত পুলিশ ও আনসার বাহিনি মতায়ন করা হয় এবং তাদেরকে দ্বায়িত্ব পালন করতে দেখা যায়। এছাড়াও হাটে জাল টাকা সনাক্তের জন্য বাংলাদেশ ব্যাংক বগুড়া এর তত্ত¡াবধানে কয়েকটি ব্যাংকের কর্মকর্তাকে সহযোগিতা করতে দেখা যায়। এব্যাপারে হাট ইজারাদার কালিতলা সিবিএ এর সভাপতি , বগুড়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক , বিশিষ্ঠ ব্যবসায়ী রেজাউল করিম রিয়াদ এর সাথে কথা বললে তিনি জানান, গরু ছাগল ক্রয় বিক্রয় স্বাভাবিক ভাবেই হচ্ছে । দুরের ক্রেতা ও বিক্রেতাদেও নিরাপত্তা জন্য পুলিশ প্রশাসন সার্বিক ভাবে দ্বায়িত্ব পালন করছেন। হাটে সকল প্রকার সুযোগ সুবিধা নিয়ম অনুযায়ী ব্যবস্থা করা হয়েছে এবং পশুর ছাপের সরকারী নিয়ম অনুযায়ী নেওয়া হচ্ছে। বিকেলে হাট পরিদর্শনে এসে বগুড়া জেলা পুলিশের উদ্যোগে জন-সচেতনা মুলক লিফলেট বিতরন করেন বগুড়া এ সার্কেল সিনিয়র এ এস পি মশিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন শাখারিয়া ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই রবিউল ইসলাম, কালিতলা হাট সিবিএ এর সহ-সভাপতি জিন্না খান ,যুগ্ন সম্পাদক প্রভাষক এম হাসান বিন কেরামত , নিশিন্দার ইউপি সাবেক সদস্য আল-আমিন পেস্তা প্রমুখ

আপনার মতামত লিখুন :