গোকুল তমিরুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে গরীব মেধাবী শির্ক্ষাথীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

আব্দুল বারী মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: সোমবার দুপুরে বগুড়া সদরের গোকুল তমিরুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়। অত্র বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি কাউছার আলী খোকন সরকারের সভাপতি্েত্ব প্রধান অতিথি হিসাবে স্কুল ড্রেস বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শাহানা আখতার জাহান। এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সোবাহান, সহকারী প্রধান শিক্ষক আনিছুর রহমান, ম্যানোজিং কমিটির সদস্য শাহজাহান আলী, আতাউর রহমান, আলহাজ্ব মাও: আ: রউফ, সহকারী শিক্ষক আ: ওয়াহেদ, এ.বি এম ইউনুস আলী, জাহাঙ্গীর হোসেন, নিরাশ চন্দ্র সূত্রধর, আবু বক্কর সিদ্দিক, রবিউল ইসলাম, পরিমল চন্দ্র, মাসউদ আলম, নূর হোসেন, এমদাদুল হক, রোহেনা খাতুন, তানভিনা রশিদা, সুরাইয়া আকতার, পপিয়া নাসরীন, শাহজাহান আলী প্রমূখ।