গোকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা চুড়ান্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মহাস্থান(বগুড়া) প্রতিনিধিঃ মঙ্গলবার বিকেলে বগুড়া সদরের গোকুল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় চুড়ান্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলায় চাঁদমুহা সরকারী প্রাথমিক বিদ্যালয় গোকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে জয়লাভ করেছে। খেলা শেষে গোকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবিএম মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়ন আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী, সমাজ সেবক সওকাদুল ইসলাম সবুজ। এসময় উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা নাজনীন, একেএম শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মুন্নাফ মাহিন, রফিকুল। খেলা পরিচালনা করেন বালা ও রঞ্জু।