জতীয় মানবধিকার বগুড়া জেলা শাখার সহ-সভাপতি আনোয়ার পাশার পিতা ফজলুর রহমান আর নেই

মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ জতীয় মানবধিকার কাউন্সিল বগুড়া জেলা শাখার সহ-সভাপতি আনোয়ার পাশার পিতা বগুড়া সদরের গোকুল উত্তরপাড়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ফজলুর রহমান(৭৫) মঙ্গোলবার সকাল ৭টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন (ইন্না…….রাজেউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে দুই মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য অত্মিয়সজন রেখে যান। অদ্যই বাদ যোহর তার নিজ বাস ভবনে মরহুমের জানাযার নামাজ শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উক্ত জানাযার নামাজে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সুধীজন অংশগ্রহন করেন। এদিকে তাহার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জানান জাতীয় মানবাধিকার কাউন্সিল বগুড়া জেলা শাখার সভাপতি আছিয়া খাতুন, সাধারন সম্পাদক কামাল পাশা, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, দপ্তর সম্পাদক ডাঃ শহীদুল ইসলাম, নির্বাহীসদস্য হাবিবুর রহমান , বিশষ্ট ব্যবসায়ী আলহাজ লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা দৌলত জামান দুলু, গোকুল ইউপি চেয়ারম্যান প্রার্থী সওকাতুল ইসলাম সবুজ সরকার, রায়নগর ইউপি সদস্য সানাউল হক সানা, মাষ্টার আবুবক্কর ছিদ্দিক, ইমদাদুল হক, হাজেরা বেগম, সাংবাদিক সাইদুর রহমান সাজু, আনিছুর রহমান মিটু,এস. আই সুমন, আব্দুল বারী, আজিজুল হক বিপুল, নুরনবী রহমান প্রমূখ। উক্ত জানাযার নামাজে ইমামতি করেন আলহাজ মাওলানা মোজাম্মেল হক।