জিলহজ্জ মাসের চাঁদ উঠার পর যে আমল গুলো করবেন
![জিলহজ্জ মাসের চাঁদ উঠার পর যে আমল গুলো করবেন](https://www.sangbadajkal.com/wp-content/uploads/2021/07/IMG_20210712_104536.jpg)
আজকাল ডেস্কঃ দেশের আকাশে গতকাল চাঁদ দেখা গিয়েছে সেই হিসাবে ২১ তারিখে ঈদুল আযহা উদযাপিত হবে।চাঁদ উঠার পর যে আমল গুলো করা সুন্নত।
কুরবানি করতে ইচ্ছুকগন এই দশ দিনে নখ ও চুল কাটা থেকে বিরত থাকুন।
যখন সময় পাবেন হাটে বাজারে বাসায় দোকানে বসে এই দোয়া গুলো পরবেন বেশী বেশী ( লা ইলাহা ইল্লাল্লাহ) (আলহামদুলিল্লাহ) (আল্লাহুআকবার)।
নফল,সালাত,সিয়াম সাদকাহ,দুআ,জিকির এবং তিলাওয়াত করা।
আরাফার দিনে রোজা রাখা।যা পূর্ববর্তী এক বছর ও পরবর্তী এক বছরের পাপ সুমহ মুছে ফেলে।
৯ জিলহজ্জ ফজর থেকে শুরু করে ১৩ জিলহজ্জ আসর পযন্ত ওয়াজিব তাকবির পাঠ করা (আল্লাহু আকবার, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু,ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার,ওয়া লিল্লাহিল হামদ)।
সামর্থবান হলে কুরবানী করা।