ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে এক জনের মৃত্যু
মোঃ আরিফুজ্জামান আরিফ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ।। ঠাকুরগাঁও জগন্নাথপুরে ইউনিয়নে বিষধর সাপের কামড়ে মোন্তাজুল নেহান (১০) নামে ৪র্থ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার জগন্নাথপুরের বাঙ্গালীপাড়া গ্রামে গভীর রাতে এ ঘটনা ঘটে।
মোন্তাজুল নেহার বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র এবং সে বাঙ্গালীপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে।
পারিবারিক তথ্য মতে জানা যায়, রাতের খাবার খেয়ে নিজ বসতবাড়ীতে বাবা রুহুল আমিন, মা শাহনাজ ও ছেলে মোন্তাজুল নেহানকে নিয়ে ঘুমিয়ে পরে। ঘুমিয়ে থাকা অবস্থায় রাত দেড়টার দিকে একটি বিষধর সাপ মোন্তাজুল নেহানের ডান কানের নিচে কামড় দেয়। এসময় বিষাক্ত সাপের ছোবলের যন্ত্রণায় শিশুটি চিৎকার শুরু করে।
নহানের চিৎকারে পরিবারের ঘুম ভেঙে যায় এবং তাৎক্ষনিকভাবে শিশুটিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে নেহানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সৈয়দপুর নামকস্থানে সে মারা যায়। জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিল আলাল শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে তিনি জানান।