দিনাজপুর চিরিরবন্দর ও খানসামা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:05 PM, 19 March 2019

মিজানুর রহমান  চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন গতকাল ১৮ই মার্চ সোমবার কোন প্রকার বিশৃংঙখলা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. তারিকুল ইসলাম তারিক (আনারস) প্রতীকে ৮৩, ৮৩৯ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী অধ্যক্ষ আহসানুল হক মুকুল (নৌকা) মার্কা প্রতীকে ২৬, ৮৮৫ ভোট পান। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে জ্যেতিশ চন্দ্র রায় (তালা) প্রতিকে ২৮, ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি সুমন দাস (বৈদ্যুতিক বাল্ব) প্রতিকে ২৬,৪১৬ ভোট পান। সংরক্ষিত (মহিলা) ভাইস চেয়ারম্যান পদে মোছা. লায়লা বানু (প্রজাপ্রতি) প্রতিকে ৫৯,২১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি তরুবালা রায় (কলস) প্রতিকে৩৬,৮৭৯ ভোট পান। অপরদিকে, দিনাজপুরের খানসামা উপজেলায় স্বতন্ত্র প্রার্থী মো. আবু হাতেম (মোটরসাইকেল) প্রতীকে ২৯,৪৫৯ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি মো. সফিউল আযম চৌধুরী লায়ন (নৌকা) প্রতীকে ২৫,০০৪ ভোট পান। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে এটিএম সুজাউদ্দিন (লুহিন) শাহ্ (উড়োজাহাজ) প্রতীকে ২৩,৫৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি ধীমান চন্দ্র দাস (তালা) প্রতীকে ২০,০৯৭ ভোট পান। সংরক্ষিত (মহিলা) ভাইস চেয়ারম্যান পদে মোছা. মনজিল আফরোজ পারভীন (কলস) প্রতীকে ৩৪,৪৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি পলি রায় (ফুটবল) প্রতীকে ৩২,৪৬০৩ ভোট পান। উপজেলার রাণীরবন্দর বরভিটা গ্রামের মো. আনিছুর রহমান বলেন, এবারের ভোট মূল্যবান সকালে ঘুম থেকে উঠেই, হামরা হামার বাড়ীর সবাই মিলে ভোট দিয়ে আসলাম।

আপনার মতামত লিখুন :