ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ

বগুড়া সদর প্রতিনিধিঃ
শুক্রবার সকালে বৃন্দাবন পাড়ায় বগুড়া পৌরসভার ২ নং
ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু নেতৃত্বে
ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ধানের শিষে ভোট চেয়ে
ব্যাপক গণ সংযোগ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জাসাসের যুগ্ন আহবায়ক
জামাল পাশা রানা, এ্যাড, আলী আজগর, তরিকুল ইসলাম
জুয়েল আবুল বাশার বাদল, সাইদুল ইসলাম, নুরুল হুদা জুন,
তৌহিদুল ইসলাম তুহিন, হুমায়ুন কবির বাদণ, জাইন,
মামুন সাইফুল, হাতেম সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের
নেতৃবৃন্দ।