নুসরাতের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  02:57 PM, 12 April 2019

শারমিন শোভা, মানিকগঞ্জঃ
ফেনীর সোনাগাজির মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধনে করেছে বিভিন্ন সংগঠন। বৃহস্পতিবার বিকেলে ভাষা শহীদ রফিক চত্তরে মানববন্ধন করেন জাতীয় মহিলা সংস্থা, বারসিক, জেলা নারী উন্নয়ন কমিটি, উদীচী,জাতীয় কন্যা শিশু এডভোকেসী ফোরাম। জেলা নারী উন্নয়ন কমিটির সভাপতি শামীমা আক্তার চায়নার সভাপতিত্বে মানববন্ধন চলাকলে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট আজাহারুল ইসলাম ,জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক ঘোষ, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান লক্ষ্মী চ্যাটার্জি, জেলা উদীচীর সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান প্রমূখ।
এদিকে একই দাবিতে বৃহস্পতিবার দুপুরে শহরের শহীদ রফিক সড়কের মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে ঘন্টব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে মানিকগঞ্জ ড্রামা সার্কেলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। মানববন্ধনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক সাইফুদ্দিন আহম্মেদ নান্নু, মুক্তিযোদ্ধা শঙ্কর লাল ঘোষ, ড্রামা সার্কেলের সাধারণ সম্পাদক সাইফুর রহমান শহীদ প্রমূখ।

আপনার মতামত লিখুন :