পরিবেশ উন্নয়ন পরিবারের উদ্যোগে পাখির অভয়াশ্রম গাছে মাটির কলস স্থাপন
সোমবার সকালে সোনাতলা উপজেলা পরিষদ চত্বরে পাখির অভয়াশ্রম তৈরির লক্ষে গাছে মাটির কলস স্থাপন কর্মসুচির শুভ সূচনা করা হয়েছে। পরিবেশবাদী সংগঠন পরিবেশ উন্নয়ন পরিবারের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে কর্মসূচিটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলম। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ উন্নয়ন পরিবারের উপদেষ্টা ও বাঙালি বার্তা সম্পাদক প্রভাষক ইকবাল কবির লেমন, পৌর কাউন্সিলর ও সোনাতলা থিয়েটারের সভাপতি নিপুন আনোয়ার কাজল, পরিবেশ উন্নয়ন পরিবারের সভাপতি ইমরান এইচ মণ্ডল, অর্থ সম্পাদক জুলফিকার হায়দার, সদস্য আব্দুল্লাহ আল গালিব,মোজাহিদ লেমন, সজিব, সম্পদ ও হিমু । উল্লেখ্য, ইতোমধ্যেই সংগঠনটি সোনাতলা ও পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন গাছে ৭ শতাধিক মাটির কলস স্থাপন করেছে