প্রধানমন্ত্রীর বগুড়ায় শুভাগমন উপলক্ষে সোনাতলা উপজেলা আওয়ামীলীগের স্বাগত মিছিল
সংবাদ আজকাল ঃ আগামী ১২ তারিখে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বগুড়ায় শুভাগমন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে স্বাগত মিছিল করেছে সোনাতলা উপজেলা আওয়ামীলীগ। মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় পিটিআই মোড়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মোঃ জিয়াউল করিম শ্যাম্পোর সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এ্যাড. মিনহাদুজ্জামান লীটন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ ছামছুল হক , যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, প্রচার সম্পাদক রবিউল খান,আওয়ামীলীগ নেতা শাহিদুল বারী খান রব্বানী,উপজেলা অসিম কুমার জৈন নতুন,যুবলীগ নেতা ফিদা হাসান খান টিটো,স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহনেওয়াজ তালুকদার বাবু, শামীম রাব্বী, ছাত্রলীগনেতা মানিক সরকার,আলী আজম খান,তৌহিদুর রহমান তুষার প্রমূখ। এদিকে বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবলু মিয়ার সভাপতিত্বে মন্ডমালা নয়াপাড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এ্যাড. মিনহাদুজ্জামান লীটন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সামসুল হক, আওয়ামী লীগ নেতা অসীম কুমার জৈন নতুন, স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহনেওয়াজ তালুকদার বাবু প্রমূখ।