বগুড়ায় ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং ঘোড়াধাপহাট কেন্দ্রের শুভ উদ্বোধন
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সদরে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং ঘোড়াধাপহাট কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে সদরের নুনগোলা ইউপির ঘোড়াধাপহাট বন্দরে উক্ত এজেন্ট ব্যাংক ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি ইসলামী ব্যাংক লিমিটেড বগুড়া জোন প্রধান ও ভাইস প্রেসিডেন্ট আব্দুস সোবহান।
উদ্বোধনের পূর্বে ইসলামী ব্যাংক লিমিটেড বগুড়া শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নুনগোলা ইউপি চেয়ারম্যান আলিম উদ্দিন, ইউপি সদস্য আব্দুল হান্নান, বেল্লাল হোসেন, ঘোড়াধাপ হাট বন্দর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আলমগরি হোসেন, রাবেয়া মেডিকেল স্টোরের সত্ত¡াধিকারী রবিউল ইসলাম,সমাজ সেবক মাফুজার রহমানসহ অত্র এলাকার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা ইসলামী ব্যাংক লিমিটেড এর সকল সুযোগ-সুবিধা অত্র এলাকার সাধারন জনগনকে দেওয়া প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওঃ সিদ্দিক আমীন।