বগুড়া এস ও এস হারম্যান মেইনার কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত
সদর উপজেলা বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সদরের এস ও এস হারম্যান মেইনার কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অত্র প্রতিষ্ঠানের পরিচালক ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে রবিবার সকাল ১০.০০ টায় অনুষ্ঠিত হয়। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত, ক্রীড়া শপত বাক্য পাঠ ও মশাল নিয়ে মাঠ প্রদক্ষিনের মাধ্যমে দিনের শুভ সূচনা শুরু করা হয় । উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন বগুড়া জেলা শিক্ষা অফিসার গোপাল চন্দ্র সরকার । দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশ গ্রহনে নৃত্য পরিবেশিত হয় । বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক আশরাফ উদ্দিন । প্রধান অতিথি কলেজের মনোরম ও মান সম্মত পাঠদান পরিবেশ দেখে অভিভুত হন। অতিথি তাঁর বক্তব্যে বলেন লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে নিয়মিত অংশ গ্রহন করে শিক্ষার্থীদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে ।বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সভাপতি বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ মোঃ মমতাজ উদ্দিন সিআইপি, বগুড়া টিএমএসএস প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক প্রফেসর ড.হোসনে-আরা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক সুফিয়া নাজিম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ স্বপন কুমার ঘোষ, সহকারী অধ্যক্ষ আমিনুল ইসলাম, এস ও এস সামাজিক কেন্দ্রের প্রোগ্রাম অফিসার আঃ মওদুদ, সহকারী প্রোগ্রাম অফিসার মামুন হোসেন, হুমায়ন কবির, অফিস সহকারী শামিম আক্তার জাহিদ, শামিম রহমানসহ কলেজ পরিচালনা পরিষদের সকল সদস্যবৃন্দ ও সম্মানিত অভিভাবকমন্ডলী উপস্থিত ছিলেন।