বগুড়া জেলা যুবলীগের সম্মেলন সফল করার লক্ষ্যে শিবগঞ্জ উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে পৌরসভা সভা কক্ষে আসন্ন বগুড়া জেলা যুবলীগের ত্রিবার্ষীক সম্মেলন সফল করার লক্ষে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শিবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খ.ম শামীম, সহ-সভাপতি শহিদুল ইসলাম শহিদ, মনোয়ার হোসেন, গোলাম মোস্তফা, গোলাম মোস্তফা মিঠু, এনামুল হক সরকার, শেখ কবির বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম লিটন চৌধুরী, শাহাব উদ্দিন শিবলী, মোস্তফা বিন ইকবাল, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, ওমর ফারুক, এমরান আলী, রুহুল আমিন সিজু, সুজন কুমার। এসময় উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক সহ নেতা-কর্মী উপস্থিত ছিলেন। বর্ধিত সভায় আগামী ১৫ অক্টোবর বগুড়া জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেল সফল করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।