শিবগঞ্জে অবৈধ চাঁদা বন্ধে ও সন্ত্রাসীদ্বারা শ্রমিকদের ভয়ভীতির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:24 AM, 02 October 2016

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ গত শনিবার বগুড়ার শিবগঞ্জ রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে সংগঠনের প্রধান কার্যালয়ে দুপুর ১২ টায় অবৈধ ভাবে চাঁদা আদায় এবং সন্ত্রাসী দ্বারা রিক্সা ভ্যান শ্রমিকদের ভয়ভীতির প্রতিবাদে এক সাংবাদিক সম্মেলন করা হয়েছে।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বগুড়া জেলা কমিটির সভাপতি আব্দুর সাত্তার তারা। লিখিত বক্তব্যে তিনি বলেন, বগুড়া সহ শিবগঞ্জে সরকারি অনুমোদন ছাড়াই চার্জার রিক্সা ভ্যান শ্রমিকদের নিকট থেকে প্রতিদিন অবৈধ ভাবে জোরপূর্বক বে-আইনী ভাবে চাঁদা আদায় করা হচ্ছে। উক্ত চাঁদা আদায় বন্ধ করার জন্য প্রশাসনের নিকট দাবী জানাচ্ছি। শিবগঞ্জ উপজেলা রিক্সা ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- রাজ-২৬৩৯ একটি সরকার অনুমোদিত বৈধ সংগঠন। উক্ত সংগঠনের নামে রশিদ বইয়ের মাধ্যমে যে চাঁদা আদায় করা হচ্ছে তা বৈধ। উক্ত চাঁদা আদায় বন্ধ করার জন্য কিছু স্বার্থবাদী মহল মিথ্যা অপপ্রচার করছে এবং বিভিন্ন ভাবে সংগঠনের নেতা কর্মীদের নানা রকম ভয়ভীতি ও হুমকি প্রদান করছে। আমরা তার তিব্র নিন্দা জানাচ্ছি। প্রয়োজনবোধে উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছি। উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সামছুল হক, সাধারণ সম্পাদক মজিবর রহমান, সহ-সাধারণ সম্পাদক আব্দুল কালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, প্রচার সম্পাদক আব্দুল মোমিন, কোষাধ্যক্ষ মো. শাহজালাল, দপ্তর সম্পাদক খ.ম. এ হাসান রনি, কার্যনির্বাহী সদস্য আফতাব হোসেন সহ সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :