বগুড়া সদরের গোকুল ইউনিয়নে যাচাই বাচাই শেষে প্রকৃত হতদরিদ্রের মাঝে রেশমের চাল বিতারন

মহাস্থান(বগুড়া)থেকে নুরনবী রহমানঃ বগুড়া সদরের গোকুল ইউনিয়নে যাচাই বাচাই শেষে প্রকৃত হতদরিদ্রের মাঝে কার্ড বিতারন শেষে শুক্র শনি ও মঙ্গল বারে ডিলারদের মাধ্যমে ১০ টাকা কেজি দরে চাল বিতারন করা হচ্ছে। গোকুল ইউনিয়নের ডিলার এম আর বিপ্লব, মোস্তাক আহম্মেদ লিংকন ও নুর আলম সুইট জানান এবারে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য গন পূর্ব যাদের মাঝে হতদরিদ্রদের হাতে কার্ড তুলে দিয়েছিলেন তাদের মধ্যে যাচাই বাচাই করে প্রকৃত হত দরিদ্রদের হাতে এ বারের কার্ড দেওয়া হয়েছে এবং আমারা সরকারের নির্দেশনা মেনেই চাল বিক্রি করছি।