বগুড়া সদরের শশীবদনী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:07 PM, 23 April 2016

 

মহাস্থান (বগুড়া) থেকে আব্দুল বারী: শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের শশীবদনী একতা সংঘ কর্তৃক আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৬ ইং ফাইনাল খেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতিরি পরিচালক এ্যাড: আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরন করেন বগুড়া জেলা চামড়া ব্যবসায়ী মালিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল মতিন সরকার, বরন্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক এরশাদ শেখ, আলিম উদ্দিন, আব্দুর রশিদ বজলু, রফিকুল ইসলাম, বন্যা পারভেজ, বিশেষ অতিথি এ্যাড: আব্দুল কুদ্দুস রতন, বদরুল আলম, আবু সালেক, এম আর ইসলাম রাশেদ, মেহেদী হাসান, শাহিনুর ইসলাম শাহীন প্রমুখ। ফাইনাল খেলায় মহিমাগঞ্জ (বুনাতলা) ফুটবল একাদশকে পরাজিত করে বগুড়া জেলা দল জয় লাভ করে।

আপনার মতামত লিখুন :