বগুড়া সদরের সংরার বিলে পোনামাছ অবমুক্তি কার্যক্রম অনুষ্ঠিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:35 PM, 23 August 2016

সদর উপজেলা বগুড়া প্রতিনিধিঃ মঙ্গলবার দুপুরে বগুড়া সদর উপজেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে সদরের চাঁদমুহা আশ্রয়ন প্রকল্পের বর্ধিত করন অংশে সংরার বিলে পোনামাছ অবমুক্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে পোনামাছ অবমুক্ত করেন বগুড়া সদর আসনের মাননীয় সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার মৎস্য অফিসার মিজানুর রহমান, সমব্যয় সমিতির সভাপতি জাহিদুর রহমান,সাবেক চেয়ারম্যান হবিবুর রহমান, গোকুল ইউপির ১নং ওয়ার্ডের সাধারন সদস্য তোতুন , সদর উপজেলার জাতীয় পার্টির সভাপতি এস এম ইকবাল, সাধারন সম্পাদক সহিদুল ইসলাম সহিদ,সাংগাঠনিক সম্পাদক শাফিকুল ইসলাম সুইট,লাভলু ও মশিউর রহমান সহ উপজেলা মৎস্য অফিসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সর্বমোট ৩.৫০কি.মি জলাশয়ে ৭০ কেজি পোনা মাছ অবমুক্তি করা হয়।

আপনার মতামত লিখুন :