বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির দাবীতে গাবতলীতে ছাত্রলীগের স্বারকলিপি

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:52 PM, 13 August 2017

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবীতে গতকাল রবিবার বগুড়া গাবতলীর ইউএনও’র মাধ্যমে সরকারের পররাষ্ট্রমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করেন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলটন হোসাইন, সাধারণ সম্পাদক রোহানুল খাওলা রোহন, যুগ্ম সম্পাদক তন্ময় অধিকারী, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ফাইন, সাজ্জাদ হোসেন, ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ রয়েল, শ্রী সিশান্ত রিপন, রহমান, কৌশিক, হাকিম, মিজানুর রহমান পান্না, বকুল, মিলন, আবু বক্কর, মুন্না, লিয়াকত, রিমন, জুয়েল, মুন, মতিউর, রাসেল, হোসেন, শামীম, সোহান, পিয়াস, মন্টু প্রমূখ।

আপনার মতামত লিখুন :