মাঝপাড়া কুসুমকলি সরঃপ্রাঃ বিদ্যালয়ে অভিভাবক কমিটির সদস্য নির্বাচন
গাবতলী(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া গাবতলীর মাঝপাড়া কুসুমকলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক কমিটির সদস্য নির্বাচন উপলক্ষে গতকাল শনিবার বিদ্যালয় হলরুমে আলোচনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সাবেক সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান,সহকারী শিক্ষক বাদশা মিয়া,আবু বক্কর সিদ্দিক,তানজিলা বেগম,হালিমা রহমান,অভিভাবক সায়েদজামান,আবু বক্কর সিদ্দিক,গোফফার রহমান,বাবলু মিয়া,নুরুন্নাহার,গোলেনুর পাইকার,বেলাল মোলা। সভায় সর্বসম্মমতিক্রমে গোফ্ফার শাহ ও পিন্টু মিয়া পুরুষ অভিভাবক সদস্য এবং নুরুন্নাহার ও বুলবুলি বেগম মহিলা অভিভাবক সদস্য নির্বাচিত হন।