শিক্ষারমান উন্নয়নে গাবতলীর দেলোয়ারিয়া দাখিল মাদ্রাসায় ফ্রি-কোচিং ব্যবস্থা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  12:02 AM, 02 June 2017

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ শিক্ষারমান উন্নয়ন ও শতভাগ ফলাফল নিশ্চিত করতে গাবতলীর সাবেকপাড়া দেলোয়ারিয়া দাখিল মাদ্রাসার অভিভাবক কমিটির নেতৃবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরেজমিনে জানাগেছে উক্ত মাদ্রাসার এবতেদায়ী ১০জন, জেডিসি পরীক্ষার্থী ৪৩জন এবং দাখিল ৩১জন পরীক্ষার্থীদের সম্পূর্ন ফ্রি কোচিং ক্লাস করানো হচ্ছে। মাদ্রাসার শতভাগ ফলাফল নিশ্চিত করতে মাদ্রাসার সভাপতি জালাল উদ্দিন,অভিভাবক সদস্য বাবলু মিয়া,সাইফুল ইসলাম,মোস্তাফিজার রহমান,রবিউল ইসলাম ভুট্টা,মর্জিনা বেগম ও আইনুল হক বিদ্যুত শিক্ষার্থীদের শিক্ষারমান উন্নয়নে এ ব্যবস্থা গ্রহন করেন। মাদ্রাসার শিক্ষক এনামুল হক, বিপ্লব মিয়া, গৌড় চন্দ্র মুজমদার,মামুনুর রশিদ,রাজু আহম্মেদ মেহেদী হাসান শিক্ষাথীদের পাঠদান করিতেছে। পবিত্র মাহে রমজানে শিক্ষার্থীদের পড়াশোনা কোন প্রকার ক্ষতি না হয় সে জন্য কোচিং ক্লাসের ব্যবস্থা করেন কমিটির নেতৃবৃন্দ। আগামী ২০ রমজান মাদ্রাসায় ইফতার মাহফেিলর উদ্যোগ নিয়েছেন কতৃপক্ষ।

আপনার মতামত লিখুন :