মানিকগঞ্জে নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
শারমিন শোভামানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে ধলেশ^রীনদী থেকে ফজর আলী নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার জাগির ইউনিয়নের উকিয়ারা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফরজ আলী উকিয়ারা গ্রামের রুপাই আলীর ছেলে এবং তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান,শুক্রবার সকালে গরুসহ তিনি বাড়ির পাশে ধলেশ^রী নদীতে গোসল করতে যায়। গরুকে গোসল দিয়ে তিনি গোসল করতে নদীতে যায়। ফজর আলী নদীতে গোসল করার সময় ডুব দেয়। এরপর থেকে তাকে আর খোজে পাওয়া যায়না। এঘটনার শুনার পর স্থানীয় নদীতে দেড়ঘন্টা খোজাখুজির পর নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো.হানিফ আলী জানান, নিহত ফজর আলীর লাশ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।