রাকাব গাবতলী শাখায় ঋণ আদায় মহাক্যাম্পের উদ্বোধন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  07:59 PM, 09 June 2016

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ মধুমাস-১৪২৩ উদযাপন উপলক্ষে গতকাল রাকাব বগুড়ার গাবতলী শাখায় আনুষ্ঠানিকভাবে ঋণ আদায় মহাক্যাম্পের উদ্বোধন ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। রাকাব গাবতলী শাখার ব্যবস্থাপক মাহমুদুল আলমের সভাপতিত্বে গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাকাব বগুড়া জোন উত্তরের জোনাল ব্যবস্থাপক সুধাংশু কুমার হালদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জোনাল নিরীক্ষা কর্মকর্তা বগুড়া জোন উত্তর মিস্বাহুর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন রাকাব গাবতলী শাখার ২য় কর্মকর্তা সামসাদ, উর্ধ্বতন কর্মকর্তা আমিরুল ইসলাম, কর্মকর্তা আনিছুর রহমান, জিল­ুর রহমান, কেএম মেহবুব আলী এবং অফিস সহায়ক তৈয়ব আলী। ঋণ আদায় মহাক্যাম্পে ৮৬জন ঋণ গ্রহীতার নিকট থেকে মোট ৩২লাখ টাকা আদায় করা হয়। এর মধ্যে শ্রেণীকৃত ঋণ ১০লাখ এবং সম্ভাব্য শ্রেণীকৃত ঋণ ১৯লাখ টাকা।

আপনার মতামত লিখুন :