লাহিড়ীপাড়ার বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেতের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:08 PM, 23 June 2016

গাবতলী(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেতের ৪র্থ মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল মঙ্গলবার দোবাড়িয়া কেন্দ্রিয় জামে মসজিদে দোওয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অত্র মসজিদের খতিব মাওলানা রেজাউল করিমের পরিচালনায় দেওয়ার মাহফিলে মরহুম বীরমুক্তিযোদ্ধা আব্দুল বাছেতের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এতে অংশ নেন মরহুমের পুত্র সোহেল রানা,রবিউল ইসলাম,মোরশেদ এলাহী রনি,নাতী নবাব সাইফউল­াহ,মুসল­ী রমজান আলী মাস্টার,ফরিদ উদ্দিন, নুরুল ইসলাম,ধলু সরকার,আবেদ আলী হাজি,আলহাজ্ব ফজল উদ্দিন, মজিবর রহমানসহ স্থানীয় মুসল­ীবৃন্দ।

আপনার মতামত লিখুন :