লাহিড়ীপাড়ায় নৌকা প্রতিক প্রার্থী রিপুর ব্যাপক গনসংযোগ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:04 PM, 21 May 2016

গাবতলী(বগুড়া)প্রতিনিধিঃ আসন্ন ৪ঠা জুন লাহিড়ীপাড়া ইউপি নির্বাচন উপলক্সে গতকাল শনিবার লাহিড়ীপাড়া ইউপির পীরগাছা ছয়ঘড়িয়া গ্রামের ভোটারদের দ্বারে দ্বারে নৌকা মার্কায় ভোট ও দেওয়া চেয়ে ব্যাপক গনসংযোগ করেন আ.লীগ মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী আজহারুল হান্নান রিপু। গনসংযোগকালে তিনি বলেন নৌকা স্বাধীনতার প্রতিক,নৌকা আওয়ামীলীগের প্রতিক, নৌকা উন্নয়নের প্রতিক। নৌকার বিজয় হলে দেশ ও এলাকার সার্বিক উন্নয়ন হবে। গনসংযোগকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম উজ্জল, থানা আ.লীগনেতা দেলোয়ার হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আল আমিন, সহসভাপতি অসীম সরকার,সাধারন সম্পাদক ফজলুল বারী,সাংগঠনিক সম্পাদক পারভেজ আহম্মেদ, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, রানু, রেজা,রাসেল,থানা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক পারভেজ,সমাজসেবক শহিদুল ইসলাম,রামচন্দ্র সাহা,শংকর চন্দ্র,প্রসেণ চন্দ্র, এরশাদুল হক, সোহাগ মিয়াসহ তৃনমুল পর্যায়ের নেতাকর্মী ও ভোটারবৃন্দ ।

আপনার মতামত লিখুন :