লাহিড়ীপাড়ায় ২নং ওয়ার্ড আ.লীগের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী বিপুর নির্বাচনী প্রস্ততি সভা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:57 PM, 03 March 2016

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ গতকাল রাতে বগুড়ার লাহিড়ীপাড়া ইউনিয়নের আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান পদ-প্রার্থী আজহারুল হান্নান রিপু ২নং ওয়ার্ডের ভোটার ও নেতাকর্মীদের সাথে নির্বাচনী প্রস্ততি সভায় মতবিনিময় করেন। সমাজসেবক তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে নির্বাচনী প্রস্ততি সভায় বক্তব্য রাখেন, লাহিড়ীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম উজ্জল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, থানা আ.লীগনেতা দেলোয়ার হোসেন, ছাত্রলীগনেতা মাছুদুর রহমান রকি,সমাজসেবক আবু বক্কর ছিদ্দিক,সাউফুল ইসলাম,আব্দুল খালেক,সফিকুল,আব্দুর রঞিম,আরিফুল ইসলাম,ইউনুস আলী,আতোয়ার রহমান,আনোয়ার হোসেন,খলিল,ছোবাহান,সেকেন্দার,সিরাজ উদ্দিন প্রমূখ। বক্তাগন বলেন আ.লীগ সরকার উন্নয়নের সরকার এ সরকারের সময় লাহিড়ীপাড়ায় বিভিন্ন মসজিদ,মন্দির,স্কুল, রাস্তা-ঘাটসহ সার্বিক উন্নয়ন হয়েছে তাই আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আসন্ন ইউপি নির্বাচনে সকলেই একযোগে রিপুকে জয়যুক্ত করানো দরকার।

আপনার মতামত লিখুন :