লাহিড়ীপাড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রেজার প্রস্ততি সভা

গাবতলী(বগুড়া) প্রতিনিধিঃ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদ-প্রার্থী থানা বিএনপির সদস্য ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আলীউল রেজা গতকাল ইউনিয়নের পীরগাছা বন্দরে নির্বাচনী আগাম প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক আব্দুল কুদ্দসের সভাপতিত্বে নির্বাচনী পরামর্শ সভায় বক্তব্য রাখেন, বিএনপিনেতা কামাল পাশা,রফিকুল ইসলাম,সমাজসেবক আবু তাহের,সোহেল রানা,রনজু আহম্মেদ,প্রমূখ। বক্তাগন সভায় আগামী স্থানীয় সরকার নির্বাচনে সবাইকে একজোট হয়ে আলীউল রেজার পক্ষে কাজ করার আহবান জানান।