শিবগঞ্জের বিভিন্ন স্থানে খেলোয়ারদের মাঝে ছাত্রদল নেতা বিপুলের ফুটবল বিতরণ
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জের কিচক ইউনিয়নের বিভিন্ন স্থানে খেলোয়ারদের মাঝে উদিয়মান তরুণ ছাত্রদল নেতা বিপুলের ফুটবল বিতরণ করেন। মঙ্গলবার বিকালে উপজেলার কিচক ইউনিয়নের শোলাগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ও হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় খেলোয়ারদের মাঝে ফুটবল বিতরণ করেন শিবগঞ্জ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ নেওয়াজ বিপুল। এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, শিবগঞ্জ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুম আহম্মেদ, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল নেতা শরিফুল ইসলাম, পৌর ছাত্রলের যুগ্ম আহ্বায়ক আবু হোসেন, ছাত্রদল নেতা মামুুনুর রশিদ, মিস্টার, মেহেদী, এনামূল, হাসান, ইলিয়াছ, মোস্তাফিজ, শাকিল, ফারুক, প্রমুখ।