শিবগঞ্জের ময়দানহাট্টা ইউনিয়নে বয়স্ক ও প্রতিবন্ধীদের মাঝে ভাতা কার্ড বিতরণ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:28 PM, 15 July 2019

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নে সমাজসেবা অধিদপ্তরের আওতায় বয়স্ক ও প্রতিবন্ধিদের মাঝে ভাতার কার্ড প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের সভা কক্ষে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাতার কার্ড বিতরণ করেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। এসময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান এসএম রুপম, উপজেলা সমাজ সেবা অফিসার সামিউল ইসলাম, ইউপি সচিব মোস্তাফিজার রহমান, সহকারী সমাজ সেবা অফিসার ফজলুর রহমান, ফিল্ড সুপারভাইজার শেখ মিলন, কারিগরি প্রশিক্ষক নাছরিন আক্তার জাহান, ইউনিয়ন সমাজ কর্মী ছাবিহা মেরিন, ময়দানহাট্টা ইউপির মহিলা সদস্য শাহানাজ বেগম, বিউটি বেগম, পারভিন বেগম, ইউপি সদস্য শহিদুল ইসলাম নান্নু, বিপ্লব খন্দকার, কুদ্দুস মন্ডল, আবুল কাশেম, মজনু সরকার, আসীম মন্ডল, মাসুম বিল্লাহ, মোয়াজ্জেম হোসেন নবার, আইনুল হক প্রমূখ। উল্লেখ্য ৫৭ জন বয়স্ক ও ১০ জন প্রতিবন্ধীদের মাঝে ভাতার কার্ড বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন :