শিবগঞ্জের রায়নগর ইউনিয়নে উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থী তাজুলের গণসংযোগ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন পরিষদের আসন্ন উপ-নির্বাচন উপলক্ষে সোমবার রায়নগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কৃষ্ণপুর, ১নং ওয়ার্ডের রায়নগর উত্তর পাড়া, সরকার পাড়া, পশ্চিম পাড়া, মধ্যে পাড়া, দহপাড়া, সোনার পাড়া ও নয়া পাড়ায় নৌকা মার্কায় ভোট চেয়ে দিনভর গণসংযোগ করেছেন আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম। গণসংযোগের সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক কামাল পাশা, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি তানজিলুর রহমান, আওয়ামীলীগ নেতা মাফু, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, যুবলীগ নেতা তানজিল সরকার মিন্টু, সিটেল সরকার, সাগর কাজী, সাজু মিয়া, ছাত্রলীগ নেতা কুয়েল সরকার, মামুন, রিমন, মাহফুজসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।