শিবগঞ্জে দাড়িদহ হাটে অতিরিক্ত খাজনা আদায় মৎস্য ব্যবসায়ীদের অবরোধ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:01 PM, 05 August 2019

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের ময়দানহাট্টা ইউনিয়নের দাড়িদহ হাটে সরকারী নিয়ম-নীতির কোনো প্রকার তোয়াক্কা না করে ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ ভাবে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভূক্তভোগী মৎস্য ব্যবসায়ীরা ইউএনও বরাবর লিখিত অভিযোগ দায়ের করে এবং তারা অনির্দিষ্টকালের জন্য হাটে মাছ ক্রয়-বিক্রয় বন্ধ ঘোষণা করে। হাট-বাজারে ক্রেতারা মাছ না পেয়ে সাময়িক দুর্ভোগের সম্মুখীন হয়ে পড়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, ময়দানহাট্টা ইউনিয়নের অন্তর্গত দাড়িদহ হাট সরকারী বিধি মোতাবেক ইজারা গ্রহণ করেন স্থানীয় প্রভাবশালী নেতা। সরকারী বিধি মোতাবেক হাট/বাজারের মাছের দোকানের খাজনা ১২ টাকা নির্ধারন করা হলেও ইজারাদার সরকারী বিধি অমান্য করে বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদর্শন করে প্রত্যক ব্যবসায়ী দোকানদের নিকট হতে প্রতি শনিবার ও মঙ্গলবার ২৫০ টাকা এবং অন্যান্য দিন ১৫০ টাকা করে জোর পূর্বক খাজনা আদায় করে। কেউ খাজনা দিতে না চাইলে তাদেরকে উচ্ছেদ এবং ব্যবসা করতে দিবেনা বলে নানা ভয়-ভীতি প্রদর্শন করে। হাট ব্যবসায়ী মুঞ্জুরুল ইসলাম বলেন, আমরা দিন আনি দিন খাই, প্রতিদিন যা লাভ হয়, তার সবটুকুই যদি ইজারাদারকে দেই তাহলে আমাদের পরিবার/সংসার কিভাবে চলবে? এ ব্যাপারে, উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর বলেন, বিষয়টি আমি মৌখিক ভাবে জানতে পেরেছি, অভিযোগপত্র পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :