শিবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে নাশকতা ও আন্তজেলা ডাকাত সহ ২৭ জন গ্রেফতার

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:04 PM, 19 August 2016

রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) থেকে: বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ রাতভর বিশেষ অভিযান চালিয়ে নাশকতা ও আন্তজেলা ডাকাত দলের সদস্য এবং বিভিন্ন মামলার পলাতক আসামি সহ ২৭ অপরাধীকে গ্রেফতার করেছে ।

থানা সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে রাতভর বিশেষ অভিযান চালিয়ে উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বন্দর থেকে বিভিন্ন মামলা ওয়ারেন্টভুক্ত ২৭ জন অপরাধিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হল মোকমতলা এলাকার নাসকতার মামলা আসামি আব্দুর হায়ের পুত্র মো: সাজু মিয়া ও আন্তজেলা ডাকাত দলের সদস্য ওয়াহেদ আলী, ও বিভিন্ন মামলার পলাতক আসামি আমিরুল ইসলাম, আরিফুল ইসলাম, খলিলুর রহমান, হেলাল উদ্দিন, রিজাভ উদ্দিন, ফেরদৌস, ফারুক, ধলু মিয়া, একরাম হোসেন, সৌদি, আব্দুস সামাদ সহ ২৭জন কে অপরাধীকে গ্রেফতার করেছে। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ ওসি মোস্তাফিজুর রহমান বলেন, শিবগঞ্জ উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে এ অভিযান চালানো হয়েছে। অভিযানে আন্ত ডাকাত সহ নাশকতা ও মাদক মামলার ২৭ জন আসামীকে ধরা হয়েছে। ভবিষ্যতেও এরকম অভিযান অব্যহত থাকবে।

আপনার মতামত লিখুন :