শিবগঞ্জে রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়নের লক্ষে আপনাদের সহযোগীতা প্রয়োজন এমপি জিন্নাহ্
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া জেলা জাতীয় পার্টির সভাপতি ও শিবগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্ বলেছেন, আমরা উন্নয়নে বিশ্বাসী। তাই শিবগঞ্জ উপজেলার রাস্তা-ঘাট, স্কুল , কলেজ, মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। আগামীতে আরো উন্নয়ন করা হবে এ জন্য আপনাদের সহযোগীতা কামনা করছি। বৃহস্প্রতিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের রহবল হাজিপাড়া সালদহ পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন শেষে পাকুরতলা এক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন জাপা সভাপতি মশিউর রহমান মাছুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথী হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়্যারমান ফিরোজ আহম্মেদ রিজু ,দেউলি ইউনিয়ন চেয়্যারমান আব্দুল হাই,উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরফান আলী, উপজেলা যুব সংহতির আহব্বায়ক হুসাইন শরীফ সঞ্চয়, উপজেলা প্রকৌশলী মোঃ সালাহ উদ্দিন এসময় উপস্থিত ছিলেন উপসহকারী প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম উপজেলা যুব সংহতির সদস্য সচিব ফজলুল বারী।