সাংবাদিক শফিক রেহমানের জামিন আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট

প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার হওয়া সাংবাদিক শফিক রেহমানের জামিন আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জমান ও বিচারপতি মোহম্মদ আতাউর রহমানের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়।
জামিন খারিজের আদেশের বিরুদ্ধে শফিক রেহমান আপিল বিভাগের আবেদন করবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
গত ২৫ মে জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের জামিন চেয়ে আবেদন করেছেন সাংবাদিক শফিক রেহমান।
এর আগে ঢাকা মহানগর দায়রা জজ আদালত এই মামলায় শফিক রেহমানের জামিন নামঞ্জুর করে। নিম্ন আদালতের এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছিলেন।