সারিয়াকান্দিতে মাদকসেবীর আত্মহত্যা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:16 PM, 11 June 2019

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে গলায় ফাঁস দিয়ে এক মাদকসেবী আত্মহত্যা করেছে। গতকাল সোমবার সকাল দশটায় সারিয়াকান্দি পৌরসভা অন্তর্গত হিন্দুকান্দির তিন কনা পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলো- মন্টু মিয়া(২৪) পিতা বাকি প্রামানিক।
জানা যায়, নিহত মন্টুমিয়া নিয়মিত মাদক সেবন করত। মাদক সেবনের জেরে এবং টাকা চুরির দায়ে তার পরিবারের সাথে তার গোলমাল বাধে, এই সূত্র ধরে গত সোমবার দিবাগত রাতে সে গলায় ফাঁস দেয় বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। এছাড়া এলাকাবাসী সূত্রে আরও জানা যায়, সে প্রায়ই তার বাড়ি থেকে টাকা চুরি করতো এবং সে ভয়াবহ মারাত্মক নেশা হেরোইনে আসক্ত ছিল।

আপনার মতামত লিখুন :