সৈয়দ আহম্মেদ বিশ্ব বিদ্যালয় কলেজে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত

গাবতলী(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার গাবতলী শাজাহানপুর এলাকার জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ আলতাফ আলী বলেছেন, উত্তর বঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সৈয়দ আহম্মেদ বিশ্ব বিদ্যালয় কলেজেকে জাতীয় করনে সংসদে আলোচনা ও প্রস্তাব রাখবো। তিনি বলেন বেসরকারীভাবে এতোবড় প্রতিষ্ঠান আর চোখে পড়েনা। তিনি আরোও বলেন রাজনৈতিক, ধুমপান ও মোবাইল মুক্ত একলেজে ৮ হাজার শিক্ষার্থী একটি পরিবারের মতো। তিনি ছাত্রীদের পরিবহনের জন্য একটি বাস ব্যাবস্থা করে দেয়ার আশ্বাস প্রদান করেন। তিনি গতকাল শনিবার ৬ ফেব্র“য়ারী বগুড়ার গাবতলী সুখান পুকুর সৈয়দ আহম্মেদ বিশ্ব বিদ্যালয় কলেজে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র কলেজের উপদেষ্ঠা ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রিন্সিপাল মোঃ নজবুল হক, সমাজ সেবক ও এমপি পÍি হাসনা আলতাফ, মডেল থানার ওসি শাহীদ মাহম্মুদ খান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কার্যকরী কমিটির সদস্য ও ইসলামী ইতিহাস বিভাগীয় প্রধান আবু হাম্মাদ বাকী বিলাহ,গনিত বিভাগীয় প্রধান ধীরেন চন্দ্র রায়, রসায়ন বিভাগীয় প্রধান এনামুল হক, ভূগোল বিভাগীয় প্রধান ছালজুর রহমান, রাষ্ট্র বিজ্ঞান বিভাগীয় প্রধান মফিদুল ইসলাম, প্রভাষক মুঞ্জুরে আলম, গভনিং বডির সদস্য সহিদুল হক, মেজবাউল হক, আব্দুল হাই, সাবির্ক ব্যবস্থাপনায় অধ্যক্ষ সাইদুজ্জামান প্রমূখ।