গাবতলীর কাগইলে জমি নিয়ে বিরোধের জেরে খুনের ঘটনায় থানায় হত্যা মামলা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  12:31 PM, 07 February 2016

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার গাবতলীতে ১৩শতক জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আবু বক্কর ছিদ্দিক ওরফে বুদা (৫২) নামের এক ব্যক্তি খুনের ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। গতকাল শনিবার নিহত বুদার স্ত্রী জেলেকা বেগম (৪২) বাদী হয়ে গতকাল শনিবার ১৫জনের নাম উলে­খ করে এ মামলা দায়ের করেন। যার মামলা নং-০৯। এ ঘটনায় পুলিশ ওই দিনই জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় সেলিমের স্ত্রী গোল নাহার (৩০)কে আটক করে। পরে হত্যা মামলার এজাহারভূক্ত হওয়ায় তাঁকে গ্রেফতার দেখিয়ে গতকাল আদালতের মাধ্যমে জেল প্রেরণ করা হয়েছে। মামলায় অন্যান্য অভিযুক্তরা পলাতক রয়েছে। উলে­খ্য, গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের আমলিচুকাই গ্রামের মৃত ওহেদ আলীর ছেলে কৃষক আবু বক্কর ছিদ্দিক ওরফে বুদার সঙ্গে একই গ্রামের আব্দুর রহমান মোন্নার জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। এরই এক পর্যায়ে গত শুক্রবার সকালে বুদা তার দখলীয় ১৩শতক আবাদী জমিতে বোরো ধান চাষের প্রস্ততি নিতে গোবর-সার নিয়ে গেলে আগে থেকে ওঁত পেতে থাকা আব্দুর রহমান(আব্দুল) ও তার ৪ছেলেসহ ৮/১০জন কোদাল, রডসহ বিভিন্ন ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে হামলা চালায়। এতে হামলাকারীদের রড ও কোদালের আঘাতে বুদা ঘটনাস্থলেই মারা যান। এ প্রসঙ্গে থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, জমিজমা নিয়ে বিরোধে বুদাকে খুন করা হয়েছে। এ ঘটনায় মামলায় অভিযুক্ত এক গৃহবধূকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :