সোনাতলার জাহানাবাদ সিনিয়র আলিম মাদ্রাসার গভর্ণিং বডির নির্বাচন সম্পন্ন
সোনাতলা(বগুড়া) প্রতিনিধিঃ শনিবার সোনাতলার বালুয়া ইউনিয়নের জাহানাবাদ সিনিয়র আলিম মাদ্রাসার গভর্ণিং বডির নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে। নির্বাচনে ২৪২জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে এবতেদায়ী শাখায় মোঃ আতিকুর রহমান,দাখিল শাখায় মোঃ বেলাল হোসেন,মোঃ রেজাউল করিম, আলিম শাখায় আব্দুল করিম (বিনা প্রতিদ্ব›িদ্বতায় নিবাচিত) , শিক্ষক প্রতিনিধি হিসেবে মোঃ আব্দুল আজিজ, রুহুল আমিন রঞ্জু, মোছাঃ দিল আফরোজ আরা (সংরক্ষিত মহিলা শিক্ষক) ও সংরক্ষিত মহিলা সদস্য পদে আনোয়ারা বেওয়া নির্বাচিত হয়। প্রিজাইডিং অফিসার হিসেবে নির্বাচনী দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।