সোনাতলার ৬ ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন চূড়ান্ত
সোনাতলা(বগুড়া) প্রতিনিধিঃ সোনাতলার ৬ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সোনাতলা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রী কলেজে উপজেলা আওয়ামী লীগের এক সভায় এ ঘোষণা দেয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পোর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুবুল আলম বুলু, সহ-সভাপতি সামসুল হক মাস্টার,যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক,সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড,প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক রবিউল খানসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ৬ ইউনিয়নের আওয়ামী লীগ মনোনিত প্রার্থীরা। সভায় সোনাতলা সদর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুবুল আলম বুলু,পাকুল্লা ইউনিয়নে বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক জুলফিকার রহমান শান্ত,তেকানী চুকাইনগর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আব্দুল মান্নান বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সামসুল হক ,মধুপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক অসীম কুমার জৈন,জোড়গাছা ইউনিয়নের আওয়ামীলীগ নেতা রোস্তম আলী মন্ডল ও দিগদাইড় ইউনিয়নের আলী তৈয়ব শামীমকে আওয়ামী লীগের একক প্রার্থী ঘোষণা করা হয়।