সোনাতলায় অজানা এক প্রতিবন্ধি মেয়ের খোঁজঃ থানায় সাধারণ ডায়েরী

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  05:53 PM, 16 April 2019

সংবাদ আজকাল ডেক্সঃ সোনাতলায় এক প্রতিবন্ধি মেয়ে পাওয়া গিয়েছে। সোনাতলা থানায় সাধারণ ডায়েরী সুত্রে জানাযায়, সোনাতলা উপজেলা চরচকনন্দন গ্রামের সহিদুল ইসলামের স্ত্রী নার্গিস আক্তারের করা সাধারণ ডায়েরী ৬১৯নং এর উল্লেখ করেছেন। তিনি ১০/০৪/১৯ ইং তারিখে ভোর ৫টার সময় নিজ সয়ন ঘরের দরজা খুলে দেখেন একটি প্রতিবন্ধি মেয়ে সে, তাকে নাম ঠিকানা জিজ্ঞেস করলে, প্রতিবন্ধি মেয়েটি জানায় তার তুহিন, বাবার নাম ছাত্তার, এছাড়াও তারা তিন ভাই দুই বোন, ভাইদের নাম বাবু ও ছাব্বির এর মধ্যে বাবু নামের ভাই ঢাকার নারায়রণগঞ্জে চাকুরী করে। বোনের নাম ছায়েরা খাতুন, বাড়ী কোথায় জিজ্ঞেস করলে সে শুধু উবের বের বলে, ঠিকমত আর কিছু বলতে পারেনা। কথাও অস্পষ্ট, এ সময় সাংবাদিক রা তাকে জিজ্ঞেস করলে সে শুধু জানায়, কোনো এক পলাশের মা এর সহিত এসেছে। কিভাবে কোথায় থেকে এসেছে তা তিনি বলতে পারে না। মেয়েটির আনুমানিক বয়স ২৫/২৮,গায়ের রং ফর্সা উচ্চতা ৫ফিট ২ ইঞ্চি, মুখ মন্ডল লম্বা, পরনে দেশি সুতি সাদা সবুজ প্রিন্টের জামা এবং ঘিয়া রংগের পায়জামা, পায়ে চটি সেন্ডেল ও কাঁঠালি কালার ওড়না আছে।

আপনার মতামত লিখুন :